মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রস্ততি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৯ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নওগাঁর মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আগামী ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত।
নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার (২২ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আগামী ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ সভাপতি কছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন জাহান।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, খাজুর ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, হাতুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফুর মাস্টার।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ।
প্রস্ততি সভার সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।