উলিপুরে যুবলীগ নেতা ইয়াবাসহ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান বাবু ওরফে শাহের বাবুকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গতকাল সোমবার (২২ আগস্ট) উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার নিজ বাড়ী থেকে বাবুকে ২০ পিস্ ইয়াবাসহ আটক করা হয়। আটক আসাদুজ্জামান ওরফে বাবু (৪০) সাহের আলীর পুত্র বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিদর্শক মোঃ মোকছেদ আলী সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুর বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আওয়ামী যুবলীগ নেতাকে আটকের বিষয়ে উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন বলেন, কারো কোন অপর্কমের দায় দল নেবে না।
এ ঘটনায় উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, উপজেলা যুবলীগের মাধ্যমে বিষয়টি জেলা কমিটিকে জানানো হবে। আমাদের কাছে নির্দেশনা আছে, যারা মাদকদ্রব্য সেবন করে অথবা বিক্রি করে তাদেরকে কোন দায়িত্বে কিংবা সংগঠনে নেওয়া বা রাখা যাবে না বলে জানান।