রাজশাহীর পবা উপজেলা ও নওহাটা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ এএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৯ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় গতকাল সোমবার রাজশাহীর পবা উপজেলা ও নওহাট পৌর বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় হতে বিক্ষোভ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন যথাক্রমে পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ও নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক সাবেক মেয়র শেখ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, রাসিক ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম রেজা, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সোহরাব আলী, পবা উপজেলা বিএনপি’র সদস্য আলা উদ্দীন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, তাউজুল ও সোহল রানা, জেলা যুবদলের সদস্য সুলতান আহম্মেদ, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ রেজাউল করিম হাফিজ, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান সহ অত্র উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌর সভা সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শাহজাহান আলী, নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর নজির উদ্দিন ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামনুল সরকার জেড।
নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ আলী, বিএনপি নেতা আব্দুল হাকিম, শরিফুর রহমান, জেলা যুবদলের সদস্য সুলতান আহম্মেদ, মোজাফ্ফর হোসেন মুকুল ও ইফতেখারুল ইসলাম ডনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আলী। নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন, সদস্য সচিব গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও সদস্য সচিব ফয়সালসহ নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।