জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে কোতয়ালী থানা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৭ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার ফরিদপুরে কোতয়ালী থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। কোতয়ালী থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রানু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিলসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সেখানে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।