ময়মনসিংহে ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানি পরিবহন ও দ্রব্য মূল্যবৃদ্ধি এবং দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার মহানগরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভার ওয়ার্ডে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পালন করেন তারা।
বিকেল ৫টায় হালুয়াঘাট উপজেলার কোর্ট বিল্ডিং থেকে একটি একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে হালুৃয়াঘাটে স্মরণকালের সর্ববৃৎ এই মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এদিকে ময়মনসিংহ নগরীর ১৭ নং ওয়ার্ডে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এমিছিলের নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতারা।
সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের ব্যর্থতায় দেশ এখন সর্বগ্রাসী সঙ্কটে বিপর্যস্ত। এ অবস্থায় দেশের মানুষ জেগে উঠেছে, এতে সরকারের মসনদ কেঁপে উঠছে। এখন আর জনগণ দেশ পরিচালনায় ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
একই সময়ে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও ধোবাউড়াসহ প্রায় সবক'টি উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
প্রসঙ্গত এর আগে গত ২০ আগষ্ট সুশৃঙ্খল ভাবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে বিভাগীয় প্রস্তুতি সভা করে ছিল বিএনপি।