আওয়ামী লীগের নিজের শক্তি নেই, তাই ভারতের সহায়তা যাচ্ছে : হাসান সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৪৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বিকেলে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে। জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচী পালন করে। নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, নিজের শক্তিই বড় শক্তি কিন্তু আওয়ামী লীগ নিজের শক্তি হারিয়েছে বলেই ভারতের সহায়তা যাচ্ছে।
তিনি বলেন, বিএনপির বাহিরে কোনো প্রভু নেই, জনগণের শক্তিই বিএনপির বল। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কর্মই বলে দিবে আগামীতে তারা কী শাস্তি ভোগ করবে।
একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। একত্রে আন্দোলন করবো, একত্রেই জেলে যাব, বেগম জিয়ার মুক্তির মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেই ঘরে ফিরবো।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব সিটি কাউন্সিলর হাসান আজমল ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ুন কবীর রাজু, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, যুবদল নেতা বেলায়েত হোসেন, নাজমুল খন্দকার সুমন, মহানগর সেচ্ছাসেবকদল নেতা গাজী সালাহ উদ্দিন, বাপ্পি দে, মহানগর ছাত্রদল সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা ইমরান হোসেন আরিফ, মোনায়েম খন্দকার, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম সানি, রোহানুজ্জামান শুক্কুৃর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল আউয়াল, বশির আহমেদ বাচ্চু, প্রভাষক বসির উদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন, আরিফ হোসেন হাওলাদার, নাসিমুল ইসলাম মনির, সিটি কাউন্সিলর তানভীর আহমেদ, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, অ্যাডভোকেট নাছির উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, সাজ্জাদুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, তাজুল ইসলাম বেপারী, সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনশ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।