শাল্লায় বিএনপির বিশাল সমাবেশে বক্তারা
আসুন সবাই মলে সরকার পতনের আন্দোলনে শরিক হই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০১:৪২ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি।
আজ সোমবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয় হতে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, 'লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে দেশের মানুষ আজ দিশাহারা। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হাওরের মানুষের অবস্থা আরো বেশী খারাপ। সরকার এই গণরোষ ঠেকাতে পুলিশকে ব্যবহার করছে।' বিএনপি যেভাবে জেগেছে তাতে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
বক্তারা আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। দেশের মানুষের দাবি আদায়ে বিএনপির এই দুই নেতার আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাঁদের রক্তের বিনিময়ে এই জুলুমবাজ, লুটেরা ও ফ্যাসিবাদী সরকারের পতন হবে।
বক্তারা আরও বলেন, মধ্যরাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়ে এই অবৈধ সরকার আবারও প্রমাণ করেছে, তারা জুলুমবাজ ও গণবিরোধী। শুধু জনগণের টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম কমার পরও তেলের মূল্যবৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়।
সরকার ক্ষমতায় টিকে থাকতে মরিয়া অভিযোগ করে বক্তারা বলেন, অবৈধ সরকারের উন্নয়নের ফাঁকা বুলি সব ফাঁস হয়ে গেছে। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুট করে সরকার বিদ্যুতের স্বয়ম্ভরতার গল্প শুনিয়েছিল। এখন বিদ্যুৎ না দিতে পারায় সেই ফাঁকা বুলি মানুষ জেনে গেছে। তাই সরকার এখন ভয় দেখিয়ে গদি রক্ষা করতে চায়। আসুন সবাই মলে সরকার পতনের আন্দোলনে শরিক হই।
উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহাদীন চৌধুরী, জেলা কমিটির সদস্য হুমায়ুন কবির, শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সহ-সভাপতি আলী আমজদ, বিএনপি নেতা আব্দুল করিম মাস্টার, আমির হোসেন শাল্লা উপজেলা কৃষক দলের আহবায়ক হাবিবুর রহমান, জেলা স্বেচ্চাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক গোপাল চন্দ্র দাস, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এটিএম ফকরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান,বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সাইফুর রহমান, আঃ মজিদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোমান আহমেদ প্রমূখ।