বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল পন্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের নজিরবিহীন লোড শেডিং এর প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত ২২ শে আগষ্ট থেকে সারাদেশে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আ ন ম সাইফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে শ্যামপুর থানা ৫১ ও ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক ভাবে দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৫১ নং ওয়ার্ডের মিছিলটি দোলাইপাড় বাস ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে দোলাইপাড় - দয়াগঞ্জ মূল সড়কের নবীনগরে গিয়ে শেষ হয়। ৫১ নং ওয়ার্ডের এই মিছিলের নেতৃত্ব দেন ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, সাধারণ সম্পাদক মোঃ আলী মান্নান, মোঃ মফিকুল ইসলাম বাবু, মোঃ আব্দুল মমিন সহ প্রমুখ নেতাকর্মী।
অপরদিকে ৫৪ নং ওয়ার্ড বিএনপির মিছিলটি স্থানীয় শ্যামপুরের বিক্রমপুর প্লাজার পশ্চিম পাশের মাজার গেইট থেকে শুরু হয়ে ঢাকা - মাওয়া মূল সড়কের ডেল্টা হাসপাতালের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ শামীম রেজা, শামীম আহমেদ সহ প্রমুখ নেতাকর্মীরা ।