আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফজলুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার, গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, গ্যাস বিদ্যুৎ নিয়ে চক্রান্তকারী সরকারের পতন ঘটানো হবে। দেশের জনগণকে সাথে নিয়ে সকল নেতাকর্মীকে সেই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
আজ সোমবার সকাল ১০টায় দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজারে শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন। এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন সবুজ, হুমায়ুন কবির সরকার, ডাঃ শফিকুল ইসলাম আকন্দ, মশিউর রহমান খান টিটু, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মোসলেহ উদ্দিন মৃধা, নজরুল ইসলাম, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কাসেম বেপারী, শামসুদ্দিন সিকদার, আফাজ প্রধান, এমদাদ হোসেন মন্ডল, মোফাজ্জল হোসেন, এ্যাড. আবু জাফর সরকার, মশিউর রহমান নয়েছ মিয়া, অ্যাড. মোতাহার হোসেন সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খান মুন্না, ওলামা দলের নেতা কারী সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগম, বিএনপি নেতা আবুল বাশার সরকার, রফিক হোসেন আকন্দ, এম এ গণি মইশাল, সামসুল হক মন্ডল, ফয়েজ আল মামুন ফকির, ফেরদৌস আহমেদ বাবুল, রাকিব মড়ল, অ্যাড. তাজউদ্দিনসহ সকল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।