জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগর মেট্রো কোতওয়ালী বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১ পিএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১২:১১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জ্বালানি তেল সহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতীর প্রতিবাদে বিএনপির লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগর কোতওয়ালী মেট্রো বিএনপি নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল টি নগরীর সকাল সাড়ে ১১ টায় গ্র্যান্ডহোটেল মোড় থেকে বের করা হয়। নগরীরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে মাহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেছেন, এই সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। তাদের লুটপাটে দেশ ও জাতি আজ মহা সংকটে।জ্বালানি তেল সহ নিত্য পন্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিএনপি আমলে যে চালের মূল্য ছিল ২০ টাক সেই চাল আজ ৭০ থেকে ৭৫ টাকা। এই সরকার ক্ষমতায় থাকলে দেশর পরিস্থিতি শ্রী লংকার মত হবে।তাই দেশের স্বার্থে দ্রুত সরকারকে বিদায় দিতে হবে। প্রয়োজনে রাজপথে আরো রক্ত দিব তবুও বিদেশের তাবেদার হাসিনা সরকার কে আর ক্ষমতায় থাকতে দেয়া হবেনা। মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।