দৌলতখানে বিএনপির দলীয় অফিস ভাংচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভোলা জেলা দৌলতখান উপজেলা বিএনপির দলীয় পাটি অফিস ভাংচুর করেছে সরকার দলীয় সমর্থকরা।
আজ সোমবার সকালে উপজেলা বিএনপির দলীয় অফিসে বিএনপি নেতা নাজিম উদ্দীন হাওলাদার, উপজেলা বিএপির সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক, ছাইদুল হক খোকন,ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্রি সহ বেশ কয়েকজন দলীয় নেতা আগামী ২৯ আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচী নিয়ে দলীয় অফিসে কথা বলতে ছিলেন। এসময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু সমর্থকরা লাঠি হাতে নিয়ে দলীয় অফিসে অতর্কিত হামলা চালিয়ে পাটি অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি মির্জা মনিরকে দৌলতখান মুক্তিযোদ্ধা ভবনের সামনে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে সরকার দলীয় সমর্থকরা।