রাজপথের আন্দোলনে সক্রিয় হতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ এএম, ২১ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গণবিরোধী অনির্বাচিত আওয়ামী লীগ সরকার কতৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কতৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে আগামী ২২ শে আগষ্ট থেকে বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা/থানা/ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে রাজপথের আন্দোলনে সক্রিয় হওয়ার লক্ষ্যে আজ রবিবার কুমিল্লা দক্ষিণ জেলাধীন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতারা তাদের বক্তব্যে দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করে বলেন "যতই বাধা আসুক তারা চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে আগামীকাল থেকে রাজপথেই থাকবেন ইনশাআল্লাহ"।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রফেসর আলী মুর্তজা ভুঁইয়া, এসএম মনসুর, মঞ্জুরুল আলম মজনু, আব্দুল মুনাফ, এম শওকত হোসেন শিহাব, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জিকু, সাংগঠনিক সম্পাক আমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহারুল আলম বাহার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোহন, ছাত্রদল নেতা সোহেল, বেলাল হোসেন এবং মনোহরগঞ্জ উপজেলাধীন ১১ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।