দিল্লির সাথে সকল গোলামির চুক্তি জনসম্মুখে প্রকাশ করুন : ব্যারিস্টার তাসমিয়া প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫০ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
এবার দিল্লির সাথে সকল গোলামির চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আমি শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে ‘মোমেন’ সাহেব সত্য বলে আমাদের আরেকটি মুক্তিযুদ্ধে বাধিত করেছেন। আজ বাংলার কৃষক, শ্রমিক, ছাত্রজনতাসহ লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা দিল্লির গোলামির জিম্মায় থাকতে পারে না। আওয়ামী জালিম শাহী আজ আমাদের স্বাধীনতাকে নিলামে তুলে দিয়েছে! গণতন্ত্রকে হত্যা করেছে! ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের মিলিত সম্প্রীতি নষ্ট করেছে। আমাদের মনে রাখতে হবে দিল্লিকে রুখতে হলে আগে আওয়ামী লীগকে রুখতে হবে। ইনশাআল্লাহ দিল্লির দাসত্বকারীদের বাংলার ভূখন্ড নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। দেশবাসী হুঁশিয়ার থাকবেন।
আজ শনিবার (২০ আগস্ট) তিনি আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘দেউলিয়াত্বের পথে বাংলাদেশ : সংকট উত্তরণ ও ছাত্র জনতার করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করা যাবে না, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদার রাজনীতির মনোভাব আওয়ামী রাজনীতির নয়া কৌশল বলে মন্তব্য করেছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
তিনি বলেন, যখনি বিদেশিদের প্রচন্ড চাপ গণভবনের দরজায় এসে দাঁড়ায় তখনি এমন কৌশলী হওয়া আওয়ামী লীগের প্রাচীন চরিত্র বটে। তবে আওয়ামী লীগ সরকারের এমন নয়া কৌশলের ফাঁদে ‘পা’ দেয়া হবে রাজনৈতিক দলগুলোর আত্মহত্যা করার শামিল। আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকারকে বিশ্বাস করা মানেই হিংস্র বাঘের মুখের শিকার হওয়া। তিনি বলেন, জাগপা বিশ্বাস করে জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল ছাড়া অন্য কোনো দল বা সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষ নিরাপদ নয়! তাই এখন কৌশল খোঁজার সময় নয় সব দলকে ঐক্যবদ্ধ হয়ে জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময়।
জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, জাগপার কেন্দ্রীয় সদস্য রিয়াজ রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, মাহিদুর রহমান বাবলা, মোঃ আলী ফকীর, জাগপা ছাত্রলীগের সৈয়দ আহমদ শফী, মোঃ শাহেদ আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।