মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০০ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৩ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজাররে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ০৪ টার সময় শহরের কুসুমবাগ আল আরাফা ব্যাংকের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মোক্তাদীর রাজু'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি সহ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপি সহ সভাপতি মোঃ ফয়ছল আহমদ, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ বকসি মিছবাউর রহমান, জেলা বিএনপি ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সভাপতি মোঃ রুবেল আহমেদ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ রশিদ, সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
মৌলভীবাজার জেলা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দল, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দল, জুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, সহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। বর্ণাঢ্য র্যালীতে কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে কুসুমবাগ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পশ্চিমবাজার হয়ে পুরাতন হাসপাতাল রোড হয়ে সেন্ট্রাল রোড হয়ে চৌমুহনী পদক্ষিণ করে শমসেরনগর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে সমাপ্ত করা হয়।