প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আলী নেওয়াজ খৈয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪০ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১০ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
সম্প্রতি ফেসবুকে প্রকাশিত লেখকের নামহীন, শিরোনামহীন এক প্রতিবেদনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে জড়িয়ে দলে বিভক্তি বিষয়ক যে সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২০ আগস্ট) প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই সংবাদ বা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
এই সংবাদে দল ও দলের বাইরের কিছু লোকের নামের সাথে আমার নাম ‘ওমর খৈয়াম, রাজবাড়ী’ উল্লেখ করা হয়েছে।
প্রকৃত অর্থে আমার নাম আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য। আমি দীর্ঘদিন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি রয়েছে আমার অকুন্ঠ সমর্থন, বিশ্বাস ও দায়িত্বশীলতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও স্নেহাশীর্বাদে আমি শিক্ত হয়ে সংগঠনের প্রতি অবিচল আস্থাশীল একজন কর্মী।
দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য ও ঐতিহাসিক অপরিহার্য নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যে গতিশীল সংগ্রামের সূচনা হয়েছে এবং তার নির্দেশিত পথে আমাদের বিজয় অর্জিত নিশ্চিত, তখন কতিপয় অজ্ঞাতনামার এহেন সংবাদ পরিবেশন এক গভীর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
আমি এমন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে সকলকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ আস্থাশীল থেকে গণতন্ত্রের সংগ্রামে বিজয় অর্জনে ইস্পাত-দৃঢ় ঐক্য বজায় রাখতে আহ্বান জানাচ্ছি।