মোহনপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩৮ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট ২০২২ ইং তারিখ থেকে ধারাবাহিক ভাবে কর্মসূচী সফল করার লক্ষ্যে মোহনপুর উপজেলা বিএনপির প্রস্তুতি মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রশিদ মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, পবা-মোহনপুর -০৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান সামিউল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।