ভোলায় সেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১০ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫৬ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে ভোলা জেলা ও চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বাদ আসর চরফ্যাশন শরীফপাড়াস্থ দলীয় কার্যালয়ে ও বাদ মাগরিব ভোলা জেলা মহাজনপট্টি বিএনপি’র কার্যালয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামিল হোসেন ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অলিউল্লাহ সুমন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিনসহ জেলা, থানা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
চরফ্যাশন উপজেলা চ্ছোসেবকদলের আহ্বায়ক সিকদার হুমাইন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কামরুজ্জামান শাহীনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।