খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০১:৫৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ আসফ কবির চৌধুরী শত। প্রধান বক্তা সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। সভাপতিত্ব করেন, সহ-সভাপতি (খুলনা বিভাগ) শেখ তৈয়েবুর রহমান।
এ ছাড়াও আরোও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সংসদ ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গালিব ইমতিয়াজ নাহিদ, সহ-শিক্ষা বিষয়কে সম্পাদক শাহিনুল ওয়াহিদ বাবু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোয়েল আহম্মেদ মানিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিলটন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিঃ সহ সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।