ভর্তিচ্ছুদের ফুলেল শুভেচ্ছা জানালো জবি ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১২:০১ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাখারিবাজার সংলগ্ন গেটে 'সি ইউনিটের' ভর্তি পরীক্ষা শেষে তাদের শুভেচ্ছা জানান তারা। পাশপাশি শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকাতলে আসার আহবানও জানান নেতাকর্মীরা।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক এ এম সুজন মোল্লা, সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন সহ আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সুশৃঙ্খল সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিলো, আছে থাকবে। তারই ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ সেশনের ভর্তিচ্ছুদের ফুল, কলম দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে শুভেচ্ছা ও বই-খাতা-কলম নিয়ে ছাত্রদলের পতাকাতলে আসার আহবান জানিয়েছি এবং বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়কের পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।
এবিষয়ে জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক এ এম সুজন মোল্লা বলেন, ছাত্রদল মেধাবীদের ছাত্রসংগঠন। নির্যাতিত- নিপীড়িত ছাত্রদের পাশে থাকার সংগঠন। তাই নবাগত শিক্ষার্থীদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের পতাকাতলে আহবান জানিয়ে ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।