সরকার পতনের আন্দোলনে সবাইকে এক হয়ে রাজপথে নামতে হবে : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ পিএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪৫ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
চলতি মাসের ২২ তারিখ থেকে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও মিছিল এর কর্মসূচী ঘোষনা করা হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) আগামী ২২ তারিখ হতে শুরু হওয়া সকল কর্মসূচী গুলো সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর মুনলাইট গার্ডেন কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল ও পরিবহণ ভাড়া সহ সকল প্রকার নিত্যপন্যের দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এই সভা অুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সদস্য এবং বিএনপির রাজশাহী বিভাগীয় দলনেতা মিজানুর রহমান মিনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য জিএম সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইউসুফ তালুকদার, সালেক চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ, আনোয়ার হোসেন বুলু, সেলিম রেজা হাবিব, মোজাম্মেল হক, কাজি রফিক, কামরুন্নাহার শিরিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রমেশ দত্ত।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার,বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামসুল হক, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর নান্নু। এছাড়াও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের সকল জেলার আহবায়ক, যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈযদ শাহীন শওকত ও ওবায়দুর রহমান চন্দন এর যৌথ সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচীগুলো কিভাবে বাস্তবায়ন করবেন সে বিষয়ে মতামত তুলে ধরেন। সেইসাথে কর্মসূচী বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন তারা।
২২ আগস্ট থেকে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করার জন্য উপস্থিত সকল জেলার নেতৃবৃন্দদের আহ্বান জানিয়ে সভাপতি তার বক্তব্যে বলেন, নিজ নিজ ইউনিটসহ আওতাধীন সকল ইউনিটের উদ্বর্তন, নিম্নতম, বর্তমান ও সাবেকসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সমন্বয়পূর্বক প্রত্যেকটি কর্মসূচি বৃহত্তর পরিসরে পালন করতে হবে।
একই সাথে দেশকে দুঃশাসন থেকে মুক্ত করতে, জনগণের অধিকার আদায়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সহ আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরিয়ে আনার আন্দোলন আরো বেগবান করতে এই কর্মসূচী গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে জানান তিনি।