রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪ এএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪২ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল,পরিবহণ ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট ২০২২ ইং তারিখ থেকে সারা দেশে জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ/মিছিল এর কর্মসূচী ঘোষনা করা হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) আগামীর সকল কর্মসূচী গুলো সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর মুনলাইট গার্ডেন কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি, বিএনপির রাজশাহী বিভাগীয় দলনেতা জনাব মিজানুর রহমান মিনু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, মাননীয় সংসদ সদস্য জিএম সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইউসুফ তালুকদার,সাবেক এমপি সালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন বুলু, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, সাবেক সংসদ সদস্য কাজি রফিক, সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার শিরিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রমেশ দত্ত, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামসুল হক, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর নান্নু।
উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের সকল জেলার আহবায়ক, যুগ্ম-আহবায়ক, সদস্য সচিববৃন্দ। সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ বিএনপির সমন্বয় সভায় মূল্যবান বক্তব্য রাখেন।
সমন্বয় সভাটি যৌথ ভাবে পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈযদ শাহীন শওকত খালেক ও ওবায়দুর রহমান চন্দন।
আগামীতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি নির্দেশনা অনুযায়ী, নেতৃবৃন্দ নিজ ইউনিট সহ আওতাধীন সকল ইউনিটের উদ্বর্তন,অধস্তন, বর্তমান, সাবেক সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সমন্বয়পূর্বক প্রত্যেকটি কর্মসূচি বৃহত্তর পরিসরে পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে দেশকে দুঃশাসন থেকে মুক্ত করতে, জনগণের অধিকার আদায়ে, গণতন্ত্র পুনরুদ্ধার সহ আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করতে, বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সকল কর্মসূচি যথাযথ পালনের মাধ্যমে সফলতা কামনা করেছেন।
পরিশেষে, দেশের এই ক্রান্তিলগ্নে জনগন ও দলের বৃহত্তর স্বার্থে অতীতের ন্যায় উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের সাহসী ও বলিষ্ঠ ভূমিকা আগামীতেও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিগুলোতেও ঐক্যবদ্ধভাবে পালন করবেন বলে মতামত প্রকাশ করেন।