সরিষাবাড়ীতে বিএনপি’র সাবেক মহাসচিব সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৪ এএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৮ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামগুলোতে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করে।
আজ শনিবার (২০ আগষ্ট) এ উপলক্ষে সকাল ১১টায় পৌরসভার মূলবাড়ি এলাকায় পারিবারিক গোরস্থানে মরহুমের কবরস্থানে জমায়েত হয়ে পুষ্পস্তবক অর্পন করে ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারন করে জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ সোবাহান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নূরুল মোমেন কাউসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপির সদস্য ও মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ আওয়াল, উপজেলা যুবদলের আহবায়ক ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপলএর নেতৃত্বে বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মরহুমের কবরস্থানে জমায়েত হয়ে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেয়।
এ সময় মরহুমের কবরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পন করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করা হয়। পরে অসহায় দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অপর দিকে, মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে যোগদানের সময় সরকার সমর্থকরা বাধা দেয় এবং মারধর করে বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন। শনিবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী আঃ সালাম (৫৫)কে বাউসী বাজারে, ঔষধ ব্যবসায়ী কনক (৪০)কে পপুলার মোড়ে এবং কামরুল ইসলাম (৫০) কে শিমলা বাজার আমতলা মোড়ে স্থানীয় এমপির ক্যাডাররা মারধর করে বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।