শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ এএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০১:৩৬ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। এই উপলক্ষে শ্রীপুর থানার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মদনপুর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইবাদত হোসেন পৌর বিএনপি, মাসুদ মজুমদার শ্রীপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক, আবু নঈম কিতাব সদর ইউনিয়ন বিএনপি, মোঃ জাহাঙ্গীর আলম হিরা সদস্য সচিব জেলা কৃষকদল, লিটনুজ্জামান লিটন সহ-সাধারণ সম্পাদক জেলা যুবদল, হাসানুর রহমান হাসু সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, হাবিবুর শিকদার, সাইফুল ইসলাম রানা, জুয়েল রানা সদর থানা যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবকদল, এহসানুল হক পলাশ পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক, শাহ আমল তুফান সদস্য সচিব শ্রীপুর যুবদল, শ্রীপুর স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুর রহমান বাবু, নজমুল হোসেন, মঈন আহমেদ, আরিফ হোসেন, মিনার হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী এবং মো. রেজা সিদ্দিকী ডিকন শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি, দৈনিক দিনকাল।
এসময় মিলাদ মাহফিলের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতা কর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন হাসানুর রহমান হাসু সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল ও মুন্সি জাহাঙ্গীর হোসেন আহবায়ক শ্রীপুর স্বেচ্ছাসেবক দল।