যুগপৎ আন্দোলন করে এই অবৈধ সরকারকে বিদায় করা হবে : চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২২ এএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০১:৪১ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি হচ্ছে গনমানুষের দল। আজ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট, সর্বগ্রাসী দুর্নীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রই হচ্ছে এই অবৈধ সরকারের সফল অর্জন। এদিকে দেশের মানুষ নিরব দূর্ভিক্ষে বোবা কান্না কাদঁছে, অন্যদিকে অবৈধ হাসিনা তার স্বভাবসুলভ মিথ্যাচার ও নিলর্জ্ব আচরণের মধ্য দিয়ে জাতির সাথে তামাশা করছে। জনবিচ্ছিন্ন এই অবৈধ হাসিনার পতনই এখন সময়ের দাবী এবং যুগপৎ আন্দোলন করে এই অবৈধ সরকারকে বিদায় করা হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সম্মুখস্থ মাঠে র্যালী পরবর্তী অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম। এবং সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ- সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ রাজু, সহ-সভাপতি ইসমাইল খান চান্দু, মীরশ্বরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এ মনসুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল হুদা সোহেল, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকবর আলী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকরাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট ইউসুফ আলম মাসুদ, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ মনি, মীরশ্বরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন, সন্ধীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবিরুল ইসলাম সাবের, ফটিকছড়ির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আহমেদ কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল উদ্দিন ও সদস্য সচিব রবিন প্রমুখ।
র্যালী ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করেছেন।