স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তরের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪ পিএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৩৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আজ শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী, শাহ্আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।