দেশ রক্ষার আন্দোলন শুরু হয়ে গেছে : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:২১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ রক্ষার আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না। বৃহত্তর যশোর তথা খুলনা বিভাগ থেকেই সেই আন্দোলন শুরু হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ ও জনগণকে রক্ষা করার এই আন্দোলনকে সফল করবো ইনশাল্লাহ।
আজ শুক্রবার সকালে তিনি যশোর শহরের একটি অভিজাত হোটেলে বিএনপির খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শামসুজ্জামান দুদু আরো বলেন, গোটা জাতি আজ মুক্তির জন্য উন্মুখ হয়ে আছে। একদিকে প্রতিনিয়ত তাদের অবৈধ অস্ত্রের আঘাতে গণতন্ত্রকামী মানুষ জীবন দিচ্ছেন। অন্যদিকে, সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে জনগণ পিষ্ট হচ্ছে।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী। তার বলিষ্ঠ নেতৃত্বে দলের মধ্যে রয়েছে ইস্পাত কঠিন ঐক্য। তারেক রহমানের নেতৃত্বে জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই আধিপত্যবাদী শক্তির পতন ত্বরান্বিত করবো ইনশাল্লাহ।
বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সম্পাদক মন্ডলীর সদস্য শামিমুর রহমান, আমিরুজ্জামান খান শিমুল, অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, কাজী মনিরুল হুদা প্রমুখ। সভায় খুলনা বিভাগের সকল জেলা বিএনপির শীর্ষ তিনটি পদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।