কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামে স্বেচ্ছাসেবকদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দাদামোড় থেকে একটি র্যালী বের করে জেলা স্বেচ্ছাসেবকদল। র্যালীটি শহর প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে দুপুরে আমিন মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এনামুল হক এনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন, যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, আব্দুল আজিজ, নাঈম ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মমিন, মোঃ রাকিব পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ শামিমসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সারাদেশে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। মুখে বাংলাদেশকে শ্রীলংকা হতে দেবনা বললেও পেট্রল ও অকটেনের দাম বাড়িয়ে আর ভয়াবহ লোডশেডিং দিয়ে দেশকে সে পথেই নিয়ে যাচ্ছে সরকার।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।