'সরকার দেউলিয়া, নিজেদের রক্ষায় ভিন দেশের কাছে নির্লজ্জ তদবির করছে' : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চারদিকে যখন হাহাকার, খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উচ্চ মূল্য, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার পানীয় জলের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে, নজীরবিহীন লোডশেডিংয়ে সারাদেশ অচল হয়ে পড়েছে। দেশের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছ-তখন এই দেউলিয়া সরকার নিজেদের রক্ষায় ভিন দেশের কাছে নির্লজ্জভাবে তদবির করছে, বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এই নগ্ন এবং নির্লজ্জ আহবানে শুধু দেশের ভাবমূর্তিই ক্ষুন্ন হয়নি বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলবে।
আজ শুক্রবার বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু'র সঞ্চালনায় এই সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, থানার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, সাবেক ও বর্তমান কাউন্সিলরগণ এবং গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, দেশের মানুষের আজ পিছনে যাওয়ার উপায় নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। এক সাথে ঐক্যবদ্ধভাবে এই জালিম, স্বৈরাচার ও গণবিরোধী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে তাদেরকে বিতাড়িত করতে হবে।