জয় বাংলা স্লোগান দিয়ে সরিষাবাড়ীতে বিএনপি নেতাদের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩১ এএম, ১৯ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জয়বাংলা স্লোগান দিয়ে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করলো সরকার সমর্থিত নেতারা।
গতকাল বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ী থানা গেটের ২০ মিটার সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানাগেছে, পৌরসভার শিমলা বাজার এলাকার থানা রোডে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় এমপির সমর্থকরা ফার্নিচারের দোকানে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুকে খোজ করে। তাকে না পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবীর (৪৭), কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন (৪২) ও কামরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী সেলিম (৩২)কে ধারালো অস্ত্র দিয়ে নির্মম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে। তাদেরকে মৃত ভেবে সরকার সমর্থিত নেতারা আবারো জয়বাংলা স্লোগান দিয়ে শিমলাবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চলে যায় বলে স্থানীয়রা জানান। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা বেগতি দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার আরও অবনতি হলে তাদের ময়মনসিংহ হাসপাতালে নেয়া হয় বলে দলীয় সূত্রে জানাগেছে। জাহাঙ্গীর কবীরের মাথায় ৭টি, ঠোটে ৩টি শেলাই দিতে হয়েছে। এ ছাড়াও প্রত্যককে সারা শরীর পিটিয়ে থেতলে দেয়া হয়েছে বলে ডাক্তাররা জানান।
স্থানীয় যুবদল কর্মী ফারুক বলেন, স্থানীয় এমপির সমর্থিত ক্যাডাররা এই হামলা চালায়। এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চলার পরেও এমপির লোকজন কেন এই সন্ত্রাসী হামলা ঘটালো তা বুঝতে পারছিনা বলেও তিনি জানান।
জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বিএনপি-যুবদলের নেতাদের উপর কাপুরুষচিত নগ্ন হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার আইনগত পদক্ষেপ নেয়া হবে।
কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর সরকারী দলের সন্ত্রাসী হামলা সরিষাবাড়ীতে বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। গণমুক্তির আন্দোলন শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই এসবের অবসান ঘটবে ইনশাআল্লাহ। আমি বিএনপি নেতাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।