বিএনপি দেশের সাধারণ মানুষের হয়ে আন্দোলন করছে : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৪৬ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে রামু উপজেলা বিএনপির প্রস্তিত সভা অনুষ্ঠিত। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের দল হিসেবে বিএনপি নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের ব্যাপক সাড়া ও সম্পৃক্ততা দেখে সরকার হামলা, মামলা করে আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণের দাবী নিয়ে করা আন্দোলন দমন করা যাবে না।
এসময় কেন্দ্রীয় নেতা বলেন, আগামী ২২ তারিখ থেকে বিএনপি যে কর্মসূচি ঘোষনা করেছে তা বাস্তবায়ন করতে রামু উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় নবীন-প্রবীনের সমন্বয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলে তীব্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এজন্য তিনি সবাইকে প্রস্ততি নেওয়ার আহবান জানান।
রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্ততি সভায় রামু উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ১১ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল, তাতীঁদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।