বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকি উপলক্ষে লোহাগড়ায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ পিএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার সুস্থ্যতা কামনায় নড়াইলের লোহাগড়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকালে লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তায় একটি হোটেলে বিএনপিরসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও এসএম শাহিন বিপ্লবের পরিচালনায় এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলি হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবু হায়াত সাবু, মোঃ রেজাউল করিম মিন্টু, সাবেক ভিপি মোঃ সবুজ মোল্যা, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিরাজ ফকির, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন গাজী, যুবদলের উপজেলা আহবায়ক সদস্য নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম গিয়াসউদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না প্রমুখ। এসময় আরও বিএনপির অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।