কেশবপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৯ পিএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৩০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট ) আসরের নামাজ শেষে শহরের ডাক্তার খানা জামে মসজিদে কেশবপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক চেয়ারমান প্রভাষক আলাউদ্দিন আলা, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান বিশ্বাস, রনি আসলাম, মুক্তাদির হোসেন মুক্তি, মিজানুর রহমান মুকুল প্রমূখসহ থানা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।