বিএনপি’র সাবেক মহাসচিব মরহুম সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ এএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১২ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
আগামী ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক মহাসচিব মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর ২৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
আজ বুধবার (১৭ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সদস্য আঃ আওয়াল, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল প্রমূখ।
কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারন, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালী, মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, স্মরন সভা, কাঙ্গালী ভোজ, দোয়া ও মিলাদ মাহফিল।
প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।