ফরিদগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ এএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:২০ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির আয়োজনে বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে তাঁর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একইসাথে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি শরিফ মোঃ ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপি'র সভাপতি আমানত হোসেন গাজী।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সহ-সভাপতি বাছির আহ্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন শিপন, ফারুক খান, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন মিয়াজী (কমিশনার), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব চবুর পাটোয়ারী রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মি দোয়া মাহফিলে শরিক হন।
দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।