কাপাসিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ এএম, ১৭ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১১ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঘাগটিয়াস্থ দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার বাদ আছর এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, কাপাসিয়ার কৃতিসন্তান মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিনী নাহিদ হান্নান সহ দলীয় সকল মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন বেপারী, ফকির মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, জেলা কৃষক দল নেতা ফকির ইস্কান্দার আলম, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অংঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করেন। আগামী দিনের গণতন্ত্র উদ্ধার আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে অংশগ্রহনের আহবান জানান। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।