নাশকতার মামলায় জামিন পেলেন পৌর মেয়র সাইফুল ও পিন্টু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪৫ পিএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ২৯ মে বিক্ষোভ মিছিলের ডাক দেয় গাবতলী উপজেলা আওয়ামী লীগ। তাদের ওই কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ও বিষ্ফোরক আইনে গাবতলী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
বগুড়ায় নাশকতার মামলায় গাবতলী পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৮ আগস্ট হাইকোর্টর বিচারপতি শওকত আলী চৌধুরী ও হাবিবুল গনি জামিন দেন।
আসামীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও এইচ এম সানজিদ সিদ্দিক। ২৮দিন পর আজ মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পায়। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আলী আজগর তালুকদার হেনা, খাইরুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন,শহিন উন নবী সালাম, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, গাবতলী পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।