৭৭তম জন্মবার্ষিকীর আলোচনায় খুলনা বিএনপি নেতৃবৃন্দ
বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন। গণতন্ত্রের জন্যই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছেন। একই পন্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সরকার বিএনপির প্রতিদিন নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা দিচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে তাঁর রোগমুক্তি এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা অবিলম্বে নিশিরাতের সরকার পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করার আহবান জানান।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে এবং খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আ. রহমান, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান, মোল্লা খাইরুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোঃ তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, রুবায়েত হোসেন বাবু, ইলিয়াস হোসেন মল্লিক, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোঃ হাফিজুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মনিরুজ্জামান লেলিন, নাজির উদ্দিন নান্নু, মোঃ ইকবাল শরীফ, মোঃ হাবিবু রহমান বিশ্বাস, শেখ সরোয়ার হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, দিদারুল হোসেন, তারিকুল ইসলাম, আলী আক্কাস, আখতারুজ্জামান সজীব, আতাউর রহমান রুনু, ম.শা. আলম, আসাদুজ্জামান আসাদ, আনজিরা খাতুন, নিঘাত সীমা, ইসতিয়াক আহমেদ ইসতি, গোলাম মোস্তফা তুহিন, খান ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, আজাদ আবুল কালাম, হিমায়েত হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।