সখিপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
টাঙ্গাইলের সখিপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন আজ মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপি সদস্য সচিব মীর আবুল হাশেম আজাদ, যুগ্ম আহবায়ক রুপন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন, পৌর যুবদল সদস্য সচিব কায়সার কাশেম, পৌর ছাত্রদল আহবায়ক মোরশেদুল ইসলাম অন্তর,কলেজ ছাত্রদল আহবায়ক তানজিম ইসলাম রাসেল, ইমরান খান, রাসেল আহমেদ, আল-আমিন, রাব্বি হাসান ইমন, এনামুল সিকদার প্রমুখ।