নাজিরপুরে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আন্দোলন সংগ্রামে পঙ্গুত্ব বরণকারীদের সুস্থতা এবং আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ০৪ টায় নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান সফল হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, শেখমাটিয়া ইউনিয়ন সভাপতি, সাবেক শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাচান খান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ফরাজি, মালিখালী ইউনিয়ন বিনএপির সভাপতি মো. হাবিবুর রহমান, শাখারীকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এনমূল করিম সিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ ফরাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাচান, প্রভাষক সোহেল শেখ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাজেদুল কবির রাসেল, ছাত্রনেতা রাসেল সিকদার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম মিল্টন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পৃথক পৃথক বক্তব্যে বলেন যে, আওয়ামী সরকারের উন্নয়নে দেশ এখন দুর্ভিক্ষের পথে, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে নেতৃকে মুক্ত করতে হবে, জাতীকে স্বাধীনতার যথাযথ মর্যাদা ফিরিয়ে দিতে বিএনপির নেতা-কর্মী অঙ্গীকারবদ্ধ। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।