বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধামইরহাটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪৬ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও তাঁর রোগমুক্তি কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্নার মাগফেরাত কামনা ও সকল আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় আজ মঙ্গলবার ধামইরহাট উপজেলা বিএনপি অফিসে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির আহবায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফেরদৌস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ান মোঃ ফেরদৌস হোসেন।
আরও বক্তব্য রাখেন, মনোয়ারুল কাউসার বুলবুল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, দেওয়ান ফেরদৌস হাসান যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, আখরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, আহবায়ক কমিটির ১ নং সদস্য আজমল হোসেন শাহান, যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, আহবায়ক সদস্য আমজাদ হোসেন, ছাত্রদলের সাবেক আহবায়ক রুবেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন হোসেন, রিভেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।