বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীপুরে বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:২৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্বাস্থ্য কামনায় আজ মঙ্গলবার বাদ আসর মাওনা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে সরকার বাড়ি এলাকায় শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পরিচালনা দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম বেপারী, মিনহাজ উদ্দিন সরকার, শামসুদ্দিন সিকদার, এমদাদ হোসেন মন্ডল, আফাজ উদ্দিন প্রধান, মশিউর রহমান নয়েছ, অ্যাড. আবু জাফর সরকার, আবুল বাশার সরকার, রফিকুল ইসলাম আকন্দ, মামুন ফকির, ফেরদৌস আহমেদ বাবুল, সামসুল হক মন্ডল, এনামুল হক মনি, আসাদুজ্জামান রমযান, যুবদলের নেতা আরিফুল ইসলাম সরকার, শ্রমিক দলের নেতা বাচ্চু মিয়া, শরীফ সরকার, ছাত্রদলের নেতা আল আমিন আকন্দ, নওশাদ মোস্তাক প্রমুখ।