বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর নওহাটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৭ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রােগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার নওহাটা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
সভাপতিত্ব করেন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ- সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অ্যাড. শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, পৌর বিএনপি সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক, মামুনুর সরকার জেড। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন, কাজী আজিজুল হক, আব্দুল হাকিম, আতর আলী, এমদাদুল হক, শরিফুর রহমান, জেলা যুবদলের সদস্য সুলতান আহমেদ, মুজাফফর হোসেন মুকুল, ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ আলী, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব গোলাম রাব্বানী, পবা ছাত্রদলের সদস্য-সচিব হাফিজুর রহমান হাফিজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাকিব হাসান, সদস্য সচিব ফয়সাল প্রমুখ।