শাহজাদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১০ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:২৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা, চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহত বিএনপি নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় শাহজাদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার গ্রামে শাহজাদপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ এমএ মুহিতের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির যুগ্ম -আহবায়ক এমদাদুল হক নওশাদ, হাজী আইয়ুব আলী, বিএনপি নেতা আবু বক্কার রন্জু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মোঃ আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ কামাল হোসেন, আব্দুস সোবহান, আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান, রহমত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম আলী, যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান,মামুন হোসেন, শহীদুল ইসলাম, লবু শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মামুন হোসেন জুয়েল যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ বাচ্চু ফকির প্রমূখ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে শাহজাদপুর উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।