বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিনের সঞ্চালনায় এবং বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামসুল আলম, যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ, মেরুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম পুলক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন প্রমুখ।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয় এবং তার নি:শর্ত মুক্তির দাবি করা হয়।
পাশাপাশি চলমান আন্দোলনে নিহত বিএনপি কর্মীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।