আবুধাবি বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:০৯ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবুধাবি শাখা।
গতকাল সোমবার স্থানীয় একটি হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা বিএনপি সহ বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, দলের অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে শৃঙ্খলার সাথে
পালিত হয়েছে।
আবুধাবি বিএনপির সহ সভাপতি সরোয়ার আলম ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম। সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, নুরুল হুদা বাবুল, সরোয়ার উদ্দিন, সালেহ গফুর ময়ুর, মুহাম্মদ মহিবুল্লাহ, সাইফ তারেক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সারাবিশ্বের গণতন্ত্রের প্রতীক ও মজলুম নেত্রী এবং গণতন্ত্রের জন্য জীবন্ত কিংবদন্তি। এই ফ্যাসিস্ট সরকার রাজনীতি থেকে তাঁকে মাইনাস করে দেয়ার অনেক ষড়যন্ত্র করেছিল। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এদেশের মানুষের সাথেই তিনি নিজের ভাগ্যকে মিলিয়ে নিয়েছেন। গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখতে বেগম খালেদা জিয়ার সংগ্রাম আজোবধি অব্যাহত রয়েছে। আমরা প্রিয়নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আমরা গণতন্ত্র পুন:রুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বক্তারা বিএনপি চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
দোয়া মাহফিলে নেত্রীর আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।