তজুমদ্দিনে বেগম জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদের অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:২২ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
তজুমদ্দিন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার জোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল সভাপতি নাছির উদ্দিন ভূট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মহসিন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ শামছুদ্দিন, যুবদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, দপ্তর সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন যুবদলের সম্পাদক কামরুল হাসান মিল্লাত, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা হেলাল উদ্দিন লিটন, কাজল হাওলাদার, যুবদল নেতা আব্দুল হান্নান, বাহাউদ্দিন বাহার, আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা কাজী আলাউদ্দিন, মোঃ নান্নু মিয়া, কামাল মোল্লা, নুরুদ্দিন, শম্ভুপুর বিএনপি নেতা রত্তন মিয়া, আবু সরকার, মিজান মহাজন,জসিম পাটওয়ারী, ছাত্রদল নেতা আব্দুল্যাহ আল নোমান প্রমুখ।