শেরপুর পৌর বিএনপি'র উদ্যোগে কোকোর জন্মদিনে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ পিএম, ১৪ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০২:৩৬ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে শেরপুর পৌর বিএনপি'র উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর শহর বিএনপির সভাপতি স্বধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা।
উপস্থিত ছিলেন, শেরপুর শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক হামানুল মারুফ, সাধারণ সম্পাদক শেরপুর শহর বিএনপি ফিরোজ আহমেদ জুয়েল, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, শেরপুর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক চাঁন, আনোয়ার হোসেন, রবিন আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব আলী মন্ডল, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, ধনুট উপজেলা বিএনপির সদস্য আপেল মাহমুদ, যুবনেতা অশোক মাহমুদ রোমান, যুবনেতা শফিউল আলম সবুজ, নুরুন নবী হাসান মিঠু, তালাশ, সুমন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন শেরপুর বাসষ্টান্ড শাহী জামে মসজিদের খতিব মাওলানা ইজাজুল উদ্দিন।