দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগর মহিলাদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ পিএম, ১৩ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৪ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় পুলিশের গুলিতে বর্বরোচিত হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলাদল চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক গুলজার বেগমের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল আজ ১৩-আগষ্ট শনিবার সকালে কাজীর দেউরী মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে গুলজার বেগম বলেন, জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মুল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এর কারণে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। জনগণের কাছে এ সরকারের জবাবদিহীতা নেই।কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত হয়নি। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে দাঁড়িয়েছে বিএনপি। জনগণের পাশে দাঁড়িয়ে যখন কর্মসূচি পালন করা হচ্ছে সেখানে দলের দুই নেতাকে নিহত হতে হয়েছে। অল আউট আন্দোলন গড়ে সরকারের পতন ঘটানো হবে।
বক্তব্য রাখেন নগর মহিলাদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজিয়া বেগম বুলু, আসমা বেগম, আলতাজ বেগম, জাহানারা মনি, মর্জিনা বেগম, কমলা তানিয়া, খালেদা বেগম, হেলেনা বেগম, হাসু, সুমি, আলেয়া, জানু, দিলদার, হোসনে আরো অনেকে।