হাতিয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২ এএম, ১৩ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩১ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ আগষ্ট) বেলা ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
হাতিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মুকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে ও হাতিয়ায় পৌরসভা যুবদলের সদস্য আজগর হোসেন মঞ্জুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু।
প্রধান অতিথি বক্তব্যে প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু বলেন বিএনপিই দেশে ১ম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। তাই গণতন্ত্রের উপর আঘাত আসলে জনগন বিএনপির উপর ভরসা করে। জনগণের দাবিকে বাস্তবে রুপ দিতেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করছে। সারাদেশে তৃনমূল বিএনপি নেতাকর্মীদের আরো শক্তিশালী হতে হবে। শক্তিশালী সংগঠন ছাড়া এ সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়।
আর তৃনমূল বিএনপি শক্তিশালী হলে দলও শক্তিশালী হবে। কারণ তৃনমূল বিএনপিই হচ্ছে দলের প্রাণ। আর সময়ক্ষেপন করা যাবে না। সভায় তৃনমূল নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন হরনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হোসেন আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আকরাম হোসাইন, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম হাওলাদার, হাতিয়া কমিউনিটি কলেজের সাবেক প্রিন্সিপাল মোঃ ফাহিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জি এম ইব্রাহিম, রিপন চন্দ্র দাস, সম্রাট শাহজাহান, ইমতিয়াজুর রহমান, বিলাল মাহমুদ, সারোয়ার উদ্দিন প্রমূখ।