ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশে সরকারের পতনে প্রস্তুতি নেওয়ার আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রতি সরকারের পতনে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন নেতারা।
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও সমাবেশে এই আহবান জানান স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক পৃথক ভাবে ময়মনসিংহে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এই সমাবেশ করে।
সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এমএ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম মাহাবুব প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ওঠে গেছে। জনগণের আন্দোলনেই অচিরে সরকারের পতন ঘটবে। ভোট বিহীন এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাচ্ছে না। বিএনপির আন্দোলন এখন জনআন্দোলনে রুপ নিচ্ছে। অচিরেই চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে, প্রস্তুতি নিন।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোহী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।